Breaking News >> News >> Daily Nayadiganta


হিজাব ইসলামের অপরিহার্য বিধান


Link [2022-03-27 18:31:41]



ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট গত ১৫ মার্চ রায় দিয়েছে, হিজাব পরা ইসলাম ধর্মের জন্য ‘অপরিহার্য’ নয়। একই সাথে শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধ করে রাজ্য সরকারের দেয়া আদেশ বহাল রেখেছে আদালত। হিজাবের পক্ষে পাঁচটি মামলাও খারিজ করে দেয়া হয়। কর্নাটক হাইকোর্টের এই আদেশ ভারতজুড়ে কার্যকর হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ১২৯ পৃষ্ঠার আদেশে বলা হয় ‘ধর্মগ্রন্থের মধ্যেই এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য পর্যাপ্ত অন্তর্নিহিত উপাদান রয়েছে যে হিজাব পরার ব্যাপারটি শুধু সুপারিশ করা হয়েছে। যদি তা-ই হয়, যা ধর্মীয়ভাবে বাধ্যতামূলক নয় তা জনবিক্ষোভের মুখে বা আদালতে আবেগপূর্ণ যুক্তির মাধ্যমে ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা যায় না।’



Most Read

2024-09-20 07:34:34