Breaking News >> News >> Daily Nayadiganta


আল্লামা শাহ আবদুল জব্বার ছিলেন সহনশীলতা খোদাভীতির এক জ্বলন্ত আধার


Link [2022-03-26 22:33:06]



বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল জব্বার (রহ.)-এর ২৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় মসজিদ বায়তুশ শরফে অনুষ্ঠিত হয়। আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তারা বলেন, বহুমুখী কর্মক্ষেত্রে অবিস্মরণীয় প্রতিভার স্বাক্ষর রেখে যে ক’জন পীর-মাশায়েখ এ দেশে খ্যাতিমান হয়ে আছেন তাদের অন্যতম বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল জব্বার (রহ:)। মেধা-মনন, যোগ্যতা, দক্ষতা, উদারতা, বদান্যতা, সহনশীলতা, আত্মশুদ্ধি ও খোদাভীতির এক জ্বলন্ত আধার ছিলেন তিনি। সব অঙ্গনে, সব ক’টি ময়দানেই তার সরব পদচারণা ছিল। দল মত নির্বিশেষে সবার মহলের সম্মান ও ভালোবাসার স্থানলাভ করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তার সুদৃঢ় নেতৃত্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসাসহ ১৬টি মাদরাসা, ১৮টি এতিমখানা ও হিফজখানা, বাংলাদেশের প্রধান প্রধান শহর- নগর-বন্দর গুরুত্বপূর্ণ জনপদে ৬৫টি বায়তুশ শরফ মসজিদ এবং কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ চক্ষু ও পঙ্গু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। স্মরণসভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ (অনার্স মাস্টার্স) মাদরাসা অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান, মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা ড. মুহাম্মদ আবদুল কাদের নিজামী, অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, কাজী মাওলানা জাফর আহমদ, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদি, মাওলানা জিয়াউল হক আনসারী। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দীন। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-20 07:41:10