Breaking News >> News >> Daily Nayadiganta


ভারতকে হারিয়েও শিরোপা পেল না বাংলাদেশ


Link [2022-03-26 00:58:08]



শুধু জয়ই নয়। জিততে হতো কমপক্ষে ২-০ গোলে। কিন্তু সেই জয় এল ১-০তে। আর তাতেই অনূর্ধ্ব-১৮ মহিলা সাফের শিরোপা হাতছাড়া বাংলাদেশ দলের। যে শিরোপা ২০১৮ সালে ভুটানের মাঠে নেপালকে হারিয়ে পেয়েছিল গোলাম রাব্বানী ছোটনের দল। ভারতের কাছে প্রথম লেগের ম্যাচে ০-১ গোলে পরাজয় বাংলাদেশের। ফলে কাল তাদেরকে টপকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শামসুন্নাহারদের ২ গোলের ব্যবধানে জেতা দরকার ছিল। জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে ৭৩ মিনিটে আকলিমা খাতুনের শটে জয়সূচক গোলটি এলেও তা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের এই জয়ে ভারত ও বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় সমান ৯ করে। কিন্তু ভারত অন্য দুই ম্যাচে বেশি গোল করায় ট্রফি উৎসব করেছে তারাই। আর রানার্সআপ হলো বাংলাদেশ।ভারত প্রথম ম্যাচে নেপালকে ৭-০ এবং পরের ম্যাচে ৫-১ গোলে হারায়। সেখানে বাংলাদেশ নেপালকে প্রথমে ৪-২ গোলে এবং পরে ২-১ গোলে পরাজিত করে। যা ভারতের পক্ষে গোল পার্থক্য নিয়ে যায় + ১১ এবং বাংলাদেশের +৩। গত বছর ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ এই ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।



Most Read

2024-09-20 07:29:55