Breaking News >> News >> Daily Nayadiganta


ইসলামিক ফাউন্ডেশনকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী


Link [2022-03-22 23:19:59]



সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে গতকাল ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন, ধর্মপ্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা জাতির কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। আগামী দিনে ইসলামিক ফাউন্ডেশনকে দেশ ও জাতির স্বার্থে আরো দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ইফার মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, মো: শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম), হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ: আউয়াল হাওলাদার, মো: মতিউল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ (উপ-সচিব), ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার। অন্যদিকে গতকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ৮টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (ধানমন্ডি ৩২ নম্বর) পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়েও র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



Most Read

2024-09-20 10:09:19