Breaking News >> News >> Daily Nayadiganta


মঠবাড়িয়ায় বিধবার বসতবাড়ি দখলের অভিযোগ


Link [2022-03-22 23:19:59]



সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রবাস দুলাল মিয়ার মৃত্যু হয়। এদিকে তার বিধবা স্ত্রী ও কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসতবাড়ি দখল করে নিয়েছে ওই প্রবাসীর ভাই ও বোন। মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মৃত প্রবাসী দুলাল মিয়ার মেয়ে লিমা আক্তার।লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা দুলাল মিয়া সৌদি আরবের কর্মরত থাকাকালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এর পর তার ছোট চাচা নজরুল ইসলাম ও ফুপু শিউলী আক্তার সব জমি ও বাড়িঘর আত্মসাত করার জন্য পাঁয়তারা শুরু করে। একপর্যায় আমার মা রীমা বেগমের নামে ভুয়া তালাকনামা তৈরি করে ও আমাদের ওপর নির্যাতন চালায়। ২০১৭ সালের ৪ নভেম্বর আমার বাবার নির্মিত পাকা বসতবাড়ি থেকে মা ও আমাকে মারধর করে তাড়িয়ে দেয়।অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পৈতৃক জমিজমার বিষয়ে আমি আদালতে একটি বণ্টন মামলা করেছি। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফজলুল হক রাহাত এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়েকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে আসছে নজরুল ইসলাম। মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে মা ও মেয়েকে তাদের বসতঘরে তুলে দেয়া হয়েছিল। তাদের উচ্ছেদ ও হয়রানির বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Most Read

2024-09-20 09:24:03