Breaking News >> News >> Daily Nayadiganta


বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, নাকি মহাযুদ্ধের পদধ্বনি


Link [2022-03-22 18:32:55]



ইউক্রেনে রাশিয়ার পরিচালিত সামরিক অভিযানের পরিসমাপ্তি কিভাবে ঘটবে তা এখনো স্পষ্ট নয়। তবে এ ঘটনায় বিশ্বরাজনীতিতে যে সুদূরপ্রসারী প্রভাব পড়তে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। রাশিয়া এবং এর পেছনে চীন ও মিত্র আরো কিছু দেশ বর্তমানে আমেরিকার নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নতুন একটি ব্যবস্থাকে অনিবার্য করে তুলতে চাইছে বলে মনে হয়। এর মধ্য দিয়ে আবার দ্বিমেরুর বিশ্বব্যবস্থার সূত্রপাত হলেও সেটি সোভিয়েত-আমেরিকার দ্বিমেরুর বিভাজনকেন্দ্রিক ব্যবস্থা না-ও হতে পারে।



Most Read

2024-09-20 10:07:50