Breaking News >> News >> Daily Nayadiganta


কুষ্টিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩০


Link [2022-03-21 23:19:26]



কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার ও বশীগ্রাম ব্রিজ এলাকায় কয়েক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের সাথে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিঞার বিরোধ চলে আসছিল।রোববার পান্টির ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সুমন মিঞার প্যানেল জয়লাভ করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিজয়ী গোলাম নবী সোমবার সকালে সান্দিয়ারা বাজারে প্রতিপক্ষ মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দুলালকে কটূক্তি করে। এ সময় মামুনের সমর্থকরা গোলাম নবীকে পিটিয়ে আহত করে। এরপর সুমন গ্রুপের এক সমর্থক ইজ্জতের লড়াই দাবি করে মসজিদে ঘোষণা দিয়ে সবাইকে লড়াইয়ে অংশ নিতে আহ্বান জানান। এসময় উভয়পক্ষের মধ্যে সান্দিয়ারা বাজার ও বশীগ্রাাম ব্রিজ এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।



Most Read

2024-09-20 09:52:50