Breaking News >> News >> Daily Nayadiganta


দু’দিনব্যাপী ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা’ শুরু আজ


Link [2022-03-21 23:19:26]



রাজধানী ঢাকার কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ) মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা-২০২২’। দুই দিনব্যাপী এ মেলা আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত। ৮ম বারের মতো এ মেলার আয়োজন করছে সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রা. লি.। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের মেলায়ও আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, জে আই এস গ্রুপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি দিল্লী, এপিজি সিমলা ইউনিভার্সিটি সিমলা, গীতা গ্রুপ অব ইনস্টিটিউশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়) স্টল সহকারে মেলায় অংশ নিচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও বাংলাদেশের এজেন্টরা ভারতের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন। বাংলাদেশের শিক্ষার্থী তথা ছাত্রসমাজের দোরগোড়ায় পছন্দসই ও কাক্সিক্ষত উচ্চ শিক্ষার সহজ প্রবেশাধিকার সুবিধা দেয়াই সেপ ভারতীয় শিক্ষা মেলার মূল লক্ষ্য বলে জানালেন মেলা আয়োজক প্রতিষ্ঠান সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রা. লি. এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা। তিনি বলেন, ‘ভারতে শুধু গুণগত সর্বোচ্চ শিক্ষাদানই নয়Ñ যে কোনো দেশের চেয়ে অল্পখরচে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ে দেয়। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-20 09:28:28