Breaking News >> News >> Daily Nayadiganta


কুষ্টিয়ার দৌলতপুরে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন


Link [2022-03-21 23:19:26]



কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আরো ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মামলায় দুই আসামিকে খালাস দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ রায় দেন।আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেনÑ দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের মৃত নুরু বিশ্বাসের ছেলে হোসেন রানা, একই গ্রামের কামাল হোসেনের ছেলে ওয়াসিম রেজা ও ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার কাটদাহ গ্রামের আলী জোয়ার্দ্দারের ছেলে মানিক জোয়ার্দ্দার। অপর দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেনÑ মিরপুর উপজেলার বালিদাপাড়া মশান গ্রামের খোরশেদ আলীর ছেলে ইদ্রিস ওরফে মোটা জসিম, খন্দকার রবিউল ইসলামের ছেলে খন্দকার তৈমুল ইসলাম বিপুল, নুর বিশ্বাসের ছেলে ফারুক, কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়া রেলগেট চৌড়হাস এলাকার খন্দকার মোছাদ্দেক হোসেন মন্টুর ছেলে উল্লাস খন্দকার, উদিবাড়ী এলাকার আমিরুল ইসলামের ছেলে পলাতক মনির, পূর্ব মজমপুরের মৃত আব্দুল খালেক চৌধুরীর ছেলে বিপুল চৌধুরী ও দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা।



Most Read

2024-11-10 10:45:11