Breaking News >> News >> Daily Nayadiganta


দেশের জন্য ত্যাগ স্বীকার সাকিবের


Link [2022-03-21 22:07:37]



অন্য রকম একটা টেনশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। পরিবারের কয়েকজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এমতাবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন কি না, এমন কথা উঠেছিল। পরিবারের অসুস্থতায় একবার ঠিক হয়েছিল গত রাতেই তিনি দেশে ফিরবেন। পরে সাকিব নিজেই সিদ্ধান্ত নেন, আপাতত দেশে ফিরবেন না- দলের সাথেই থাকবেন তিনি।দুঃসংবাদটা তিনি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা পৌঁছেই। আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তার মা। এরপর জানতে পারেন, তার সন্তানেরাও অসুস্থ। এ অবস্থায় সফরের বাকি অংশে তার খেলাটা স্বাভাবিকভাবেই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। সব দুশ্চিন্তা কাটিয়ে দলের সাথে থাকার কথা জানিয়েছেন সাকিব।টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, ‘সে খেলার ব্যাপারে মুখিয়ে আছে। প্রথম ম্যাচে ম্যাচ সেরা হলো, দ্বিতীয় ম্যাচে রান পায়নি; কিন্তু বোলিংটা ভালো করেছে। সে খেলতে চায় এবং সিরিজটা জিততে চায়। ওকে ছাড়া টিম কম্বিনেশন বানানো যে কতটা কঠিন, সেটি সে জানে। সাকিব দেশের জন্য ত্যাগ স্বীকার করছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও দুর্দান্ত একটা ব্যাপার। আমরাও আশা করি সাকিবের পরিবারের সবকিছু ঠিকঠাক থাকবে। সবাই সুস্থ থাকবে।’গত সোমবার রাত থেকেই সাকিব দেশে ফেরার আলোচনা শুরু হয়। যেহেতু মা ও সন্তানেরা অসুস্থ, তাই মানসিকভাবে বিপর্যস্ত সাকিবকে শেষ ওয়ানডে (২৩ মার্চ) খেলেই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় গতকালের টিকিট ছিল বিধায় সিদ্ধান্ত হয় সাকিবকে গতকালই পাঠানো হবে। অবশ্য সাকিব শেষ ওয়ানডেটি খেলতে চান বলে আপাতত দলের সাথেই থাকছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিবের একটা মেডিকেল ইমারজেন্সি ছিল। সে কারণেই ওর মনে একটা দ্বিধা তো ছিলই। ঢাকাতেও পরিবারের সাথে আসা-যাওয়া নিয়ে কথা বলেছিল। টিকিট বুক করতে হয়েছিল ওর জন্য। আজ (গতকাল) রাতে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু সাকিব রাজি নয় যেতে, সে শেষ ওয়ানডে খেলেই যাবে।’সাকিব প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, ‘ও তার টিকিট বাতিল করেছে। তাই আজ (গতকাল) রাতে দেশে ফিরছে না। তৃতীয় ওয়ানডে খেলেই সে দেশে ফিরবে। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে এলেও টেস্ট সিরিজের আগে আবারো দলের সাথে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।’



Most Read

2024-09-20 09:52:45