Breaking News >> News >> Daily Nayadiganta


তজুমদ্দিনে খাদ্য ও মিষ্টি পানির অভাবে বিপাকে মহিষ খামারীরা


Link [2022-03-21 12:31:21]



ভোলার তজুমদ্দিনে খাদ্য ও মিষ্টি পানির তীব্র সঙ্কটে বিপাকে পড়েছে ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক মহিষের খামারী। মহিষ পালনে এই জেলা বিখ্যাত হওয়ায় প্রতিদিনই বাড়ছে খামারীর সংখ্যা। চরাঞ্চলে গড়ে উঠা মহিষের খামারীরা খাদ্য ও মিষ্টি পানির তীব্র সঙ্কটের পাশাপাশি নানা রোগ বালাইর কারণে হতাশ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে বিভিন্ন সময় মারা যাচ্ছে মহিষ। তাতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারীরা। এসব বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ প্রাণিসম্পদ দফতরের।



Most Read

2024-09-20 09:29:23