Breaking News >> News >> Daily Nayadiganta


আদাবরে দুলাভাইয়ের দেয়া আগুনে দগ্ধ মিতু মারা গেছে


Link [2022-03-19 23:44:57]



আদাবরের একটি বাসায় দুলাভাইয়ের দেয়া আগুনে দগ্ধ মিতু আক্তার (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শুক্রবার সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয়।ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এস এম আইউব হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যাকেন্দ্রের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন দগ্ধ মিতু আক্তার মারা যায়। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল। তার ভাই বাপ্পিকে (৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে, তার শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।গত মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের একটি বাসায় মিতু (৮) ও বাপ্পি (৫) নামের দুই ভাই-বোনকে একটি কক্ষে আটকে রেখে আগুন ধরিয়ে দেন তাদের দুলাভাই আলাউদ্দিন। ওই বাসায় মিতুর মা ভাড়া থাকতেন। পাশেই থাকতেন তাদের বোন ও দুলাভাই।মিতুর বাবা বাবুল তালুকদারের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি গ্রামের বাড়িতে কৃষি কাজ করেন। তার স্ত্রী ঢাকায় বাসা বাড়িতে কাজ করেন। তাদের চার মেয়ে, দুই ছেলে। ভাই-বোনের মধ্যে মিতু ছিল চতুর্থ।এ ঘটনায় ঘাতক দুলাভাই আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আসামি আলাউদ্দিন পেশায় রিকশাচালক। তার দুই স্ত্রী। স্ত্রীরা তৈরী পোশাক কারখানায় কাজ করেন। প্রথম বিয়ের কথা গোপন রেখে আলাউদ্দিন ওই দুই শিশুর বোনকে বিয়ে করেন। এ খবর জানার পর থেকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের ঝগড়া শুরু হয়। আর তাকে শায়েস্তা করতে আলাউদ্দিন দ্বিতীয় স্ত্রীর ছোট ভাই-বোনদের বাসায় ডেকে এনে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই বাসায় তার দুই স্ত্রীর কেউ ছিলেন না। বাসার ছিটকিনি বাইরে থেকে লাগানো ছিল।



Most Read

2024-09-20 11:55:12