Breaking News >> News >> Daily Nayadiganta


দীর্ঘ কালের সাক্ষী ঐতিহাসিক ‘সাতৈর শাহী মসজিদ’


Link [2022-03-18 18:31:32]



ঐতিহাসিক ‘সাতৈর শাহী মসজিদ’। চতুর্থদশ শতাব্দীতে নির্মিত সুপ্রাচীন এ মসজিদ ফরিদপুর এলাকার ইসলামী ঐতিহ্যের অনন্য নিদর্শন। এটি বর্তমানের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে অবস্থিত। সুলতানি আমলের সতেরোটি টাকশাল শহরের মধ্যে অন্যতম একটি ছিল ভূষণা, এই ভূষণা রাজ্যের সুপ্রাচীন নৌবন্দর ও প্রশাসনিক কেন্দ্র ছিল মধুমতি নদীর তীরবর্তী সাতৈর ও তার আশপাশের অঞ্চল। এজন্য সাতৈর এবং এখানে অবস্থিত ‘সাতৈর শাহি মসজিদ’ সেকাল থেকেই ভৌগলিক ও ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। তা ছাড়া মসজিদের পাশ ঘেঁষেই চলে গেছে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোড বা শেরশাহ সড়ক।



Most Read

2024-09-20 11:40:39