Breaking News >> News >> Daily Nayadiganta


একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধান বিচারপতির


Link [2022-03-17 23:43:53]



পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৮ কোটি মানুষকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ অনুরোধ জানান।প্রধান বিচারপতি বলেন, আপনারা জানেন সারা বিশ্বে পরিবেশ দূষণ দেখা যাচ্ছে। এর থেকে যেভাবেই হোক আমাদের ওভারকাম করতে হবে। আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই। তাহলে ১৮ কোটি গাছ লাগানো হবে, যা পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখবে।বৃক্ষরোপণ কর্মসূচিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন,বিচারপতি এম ইনায়েতুর রহিম,বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ সময় প্রত্যেক বিচারপতি একটি করে বৃক্ষরোপণ করেন।বৃক্ষরোপণ কর্মসূচিতে শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়।এর আগে, সকাল ৭টা ১০ মিনিটে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে, প্রধান বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।



Most Read

2024-09-20 11:41:33