Breaking News >> News >> Daily Nayadiganta


নেপালকে হারিয়েই শুরু বাংলাদেশের


Link [2022-03-17 22:32:42]



অনূর্ধ্ব-১৮ মহিলা সাফের শিরোপা ধরে রাখার মিশনে ভারত যাওয়া বাংলাদেশ দলের। সে লক্ষ্যে গতকাল তাদের শুরুটা হয়েছে প্রত্যাশিত জয়েই। নেপালকে ৪-২ গোলে হারিয়ে শামসুন্নাহারের দলটি এখন তিন পয়েন্ট নিয়ে ভারতের সাথে যৌথভাবে শীর্ষে। তবে ভারত প্রথম ম্যাচে ৭-০ গোলে নেপালকে হারানোর ফলে গোল পার্থক্যে এগিয়ে এই আসরের স্বাগতিকরা।গতকাল ভারতের জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে ছিল গোলাম রাব্বানী ছোটনের দল। কিন্তু বিরতির পর আসরের বর্তমান চাম্পিয়নরা আর কোনো গোল তো করতে পারেইনি উল্টো ইনজুরি টাইমে আরেকটি গোল হজম করে। ম্যাচের প্রথম মিনিটেই কর্নার থেকে আফেইদা খন্দকার প্রান্তির হেডে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৩০ মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার স্বল্প উচ্চতাকে পুঁজি করে নেপালের দিপা দূরপাল্লার শটে সমতা আনে। এরপর আকলিমা ৩৪ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন বক্সে ঢুকে শট নিলে। বল বিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করে। দুই মিনিট পরে ইতি খাতুন বক্সের বাইরে থেকে নেয়া শটে পরাস্ত করেন বিপক্ষ কিপারকে। ৪৩ মিনিটে গত বছর চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের টুর্নামেন্ট সেরা স্ট্রাইকার শাহেদা আক্তার রিপা জটলা থেকে স্কোর ৪-১ করেন। ৯৩ মিনিটে নেপালের আমিশা বাংলাদেশ কিপারকে কাটিয়ে গোল করলে ব্যবধান ৪-২ হয়। আগামীকাল বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।



Most Read

2024-09-20 11:56:41