Breaking News >> News >> Daily Nayadiganta


টিসিবির পণ্য যেন সোনার হরিণ


Link [2022-03-17 18:55:57]



করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্ব স্থবির হয়ে আছে। বিশ্ব অবস্থান করছে এক সঙ্কটময় অবস্থায়। শুধুই সঙ্কট নয়, মনে হচ্ছে পৃথিবী তার অস্তিত্ব হারাতে বসেছে। এ যেন এক বিভীষিকাময় পরিস্থিতি। চার দিকে আতঙ্ক বিরাজ করছে। তবুও থেমে নেই মানুষের জীবনযাত্রা। প্রতিনিয়তই মানুষ নিজের জীবন-জীবিকার তাগিদে ছুটে চলছে। এক মুঠো ভাত সন্তানের মুখে উঠিয়ে দিতে, এ যেন চিঠির রানারের মতো বিরতিহীন ছুটে চলা। মাথার উপর ছাদ হয়ে আছে সুবিশাল আকাশ, প্রখর রোদ কিংবা ঝড়বৃষ্টি উপেক্ষা করে ইট-পাথরের গড়া শক্ত ফুটপাথে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে মধ্যবিত্ত হাজারো নারী-পুরুষ। কেউ মাস্ক পরে আবার কেউ মুখে নেকাব পরে মাথা নিচু করে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। কপালে চিন্তার ভাঁজ, শিল্পী আবদুল জব্বারের কালজয়ী একটি গানের ভাষায় ‘বিধিও যাদের কান্না শোনে না’। চাল, ডাল, তেল, চিনি, আটা ও পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। পাঁচজনের সংসারে রোজগার একজনের। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দুই লিটার তেলের দাম বাজারে ৪০০ টাকা। টিসিবির ট্রাকে সেই তেল ২২০ টাকা পেলে ৮০ টাকা সাশ্রয়। যার জন্য রোদ-বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মানুষগুলোর দৌড় দেখলে মনে হবে, খাদ্যের জন্য হাহাকার চলছে। কম দামে টিসিবির পণ্য পেতে পেটের ক্ষুধা মেটাতে কষ্টে থাকা মানুষগুলোর এক নিদারুণ চেষ্টা। সুকান্ত ভট্টাচার্যের কথায়- ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। দেশে দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে খাদ্যপণ্যের দাম। নিম্নমধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের বাজার। এ পরিস্থিতিতে কম টাকায় টিসিবির পণ্য কিনতে সড়কে সড়কে ছুটে চলছে এই দুই শ্রেণীর পরিবারের নারী-পুরুষ থেকে শুরু করে শিশুরাও। এ দিকে নানা অভিযোগ, অনুযোগ ও অনিয়মের মধ্য দিয়ে চলছে সরকারি সংস্থা- ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। পণ্যের স্বল্পতা, ওজনে কম দেয়া, দেরি করে স্পটে পণ্য নিয়ে আসা, জোর করে অপ্রয়োজনীয় পণ্য গছিয়ে দেয়া, দীর্ঘসময় ধরে লাইনে দাঁড় করানোর পর ‘পণ্য নাই’ বলে ক্রেতা বিদায় করে দেয়ার ঘটনা অহরহ ঘটছে। ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ। এতে ক্ষুব্ধ হচ্ছে দ্রব্যমূল্যের রোষানলে পড়া মানুষ। অভিযোগ রয়েছে, টিসিবির একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী, কিছু অসৎ ব্যবসায়ীর সাথে যোগসাজশ করে সরকারের এ উদ্যোগ ব্যর্থ করার পাঁয়তারায় লিপ্ত। তবে এসব অভিযোগ মানতে নারাজ টিসিবি।



Most Read

2024-09-20 11:54:02