Breaking News >> News >> Daily Nayadiganta


বিশ্বব্যাপী করোনায় মৃত ৬০ লাখ ৮০ হাজার


Link [2022-03-17 07:43:30]



করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা ব বিশ্ব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১৮ লাখ ২৩ হাজার ৭২৩ জন। এ সময় মারা গেছেন ৫ হাজার ২৮৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ১৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৫১৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৮০ হাজার ১৪২ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৬০২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৭৩৯ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৬২ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৩ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৬১৩ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ১১ হাজার ১৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



Most Read

2024-09-20 11:55:57