Breaking News >> News >> Daily Nayadiganta


দেশ ভয়ঙ্কর দুঃসময় পার করছে : খন্দকার লুৎফর


Link [2022-03-17 01:43:31]



দেশ এক ভয়ঙ্কর দুঃসময় পার করছে বলে মন্তব্য করে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, চাল-ডাল-আটা-গুঁড়ো মসলা ও শাকসবজি আজ মানুষের ধরাছোঁয়ার বাইরে। বেগুন-আলু ও সবজির গায়ে হাতও দেয়া যায় না। মানুষ একবেলা ও আধপেটা খেয়ে বেঁচে আছে। গতকাল বুধবার জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা বগুড়া জেলা আয়োজিত বিসিক ঘরোয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, একবেলা বা আধপেটা খেয়ে জীবনযাপন করছে মানুষ। অন্য দিকে উন্নয়নের গল্প শোনাচ্ছেন প্রধানমন্ত্রী। কী একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে জীবনযাপন করছি। আজকে ফের সেই ’৭২ থেকে ’৭৪-এর কথা আমরা শুনছি, যখন কিনা বাসন্তী-দুর্গারা শাড়ি না পেয়ে মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছে। যারা ভাত-রুটি না পেয়ে আমগাছের পাতা, কাঁঠালগাছের পাতা চিবিয়ে খেয়েছে। এরই পুনরাবৃত্তি হচ্ছে আজ বাংলার প্রান্তরে প্রান্তরে। দুর্ভিক্ষের ছায়া বিস্তার করেছে চতুর্দিকে।বগুড়া জেলা জাগপা সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাংবাদিক মহসীন আলি রাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা বাদল সরকার, জেলা জাগপার নজরুল ইসলাম, বাবু রায়হান, ইমরান হোসেন সুলতান, ডা: নুরুল ইসলাম, শ্রমিক নেতা লিটন শেখ বাঘা, আশরাফুল ইসলাম প্রমুখ।



Most Read

2024-09-20 11:53:53