Breaking News >> News >> Daily Nayadiganta


ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাকিস্তানের


Link [2022-03-16 22:07:48]



যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে দু’টি সি-১৩০ বিমানে এসব সহায়তা পাঠানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ খবর জানিয়েছেন। বিমানগুলো ছেড়ে যাওয়ার সময় ইসলামাবাদের নুর খান বিমানঘাঁটিতে দেয়া ভাষণে কুরেশি বলেন, ইসলামাবাদে নিযুক্ত ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে এসব সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হ্যান্ড ওয়াশ, ওষুধ এবং টিনজাত খাবার রয়েছে। শাহ মাহমুদ কুরেশি বলেন, তার দেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের বিদ্যমান পরিস্থিতির সমাধান দেখতে চায়। তিনি বলেন, ইউক্রেনের সাথে পাকিস্তানের সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। তার ভিত্তিতেই দেশটিতে এসব সহায়তা পাঠানো হচ্ছে। এর আগে পাকিস্তানের মিত্র চীনের তরফেও ইউক্রেনে সহায়তা পাঠানোর ঘোষণা দেয়া হয়। গত বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, ইউক্রেনকে ৫০ লাখ ইউয়ান বা সাত লাখ ৯১ হাজার ডলারের সহায়তা দেবে বেইজিং।



Most Read

2024-09-20 11:45:41