Breaking News >> News >> Daily Nayadiganta


নতুন সুপারনোভার খবর পেলেন বিজ্ঞানীরা


Link [2022-03-16 22:07:48]



পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে কার্টহুইল গ্যালাক্সিতে (ছায়াপথ) ঘটে গেছে নাক্ষত্রিক এক বিস্ফোরণ, ইংরেজিতে যাকে বলা হয় সুপারনোভা। কার্টহুইল নামের এই গ্যালাক্সির ঠিকানা স্কালপ্টর নামে একটি নক্ষত্রপুঞ্জে। এ গ্যালাক্সিটি দেখতে একটু অন্য রকম। এতে দু’টি রিং দৃশ্যমান। এই গ্যালাক্সিটির দেখতে অন্য রকম হওয়ার কারণ হলো বেশ কয়েক লাখ বছর আগে এই গ্যালাক্সিটি তার পাশের ছোট আরেকটি গ্যালাক্সির সাথে একীভূত হয়েছে। সেই গ্যালাক্সিতেই ঘটে যাওয়া সুপারনোভার ছবিটি পেয়েছে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি (ইএসও)। চিলিতে ইএসওর নিউ টেকনোলজি টেলিস্কোপ (এনটিটি) ব্যবহার করে ২০২১ সালের ডিসেম্বরে পাওয়া ছবি বিশ্লেষণ করে এই সুপারনোভার বিষয়টি বুঝতে পেরেছেন বিজ্ঞানীরা। যখন বিশালাকার কোনো নক্ষত্র তার জীবনের শেষপ্রান্তে এসে পৌঁছায়, তখন সেই নক্ষত্রটি বিস্ফোরিত হয়। কয়েক মাস থেকে শুরু করে বছরব্যাপীও দৃশ্যমান হতে পারে এমন বিস্ফোরণ।



Most Read

2024-09-20 11:27:05