Breaking News >> News >> Daily Nayadiganta


উৎক্ষেপণের পরই বিধ্বস্ত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র


Link [2022-03-16 22:07:48]



উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়েছে; কিন্তু উৎক্ষেপণের পরপরই তা ব্যর্থ হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি বিমানক্ষেত্র থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। এর আগেও এই বিমানক্ষেত্রটি থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেগুলোর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) ছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। সম্প্রতি উত্তর কোরিয়ার তাদের অস্ত্র পরীক্ষার পদক্ষেপ জোরদার করেছে। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, “আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় (স্থানীয় সময়) উত্তর কোরিয়া সুনান এলাকা থেকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে; কিন্তু উৎক্ষেপণের পরপরই সেটি পড়ে যায়।” সিউলভিত্তিক মার্কিন ওয়েবসাইট এনকে নিউজে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়েছে, পিয়ংইয়ং থেকে তারা একটি বড় উড়োজাহাজ ‘যাওয়ার মতো’ শব্দ ও পরে ‘দড়াম’ করে পড়ে যাওয়ার বিকট শব্দ শুনেছেন।



Most Read

2024-09-20 11:46:57