Breaking News >> News >> Daily Nayadiganta


‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই


Link [2022-03-16 02:55:32]



বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডায় বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয়েছে বলে পরিচালকের মেয়ে আলিয়া রহমান জানিয়েছেন। আজিজুর রহমান দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। ১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন আজিজুর রহমান। তার পরিচালিত প্রথম সিনেমা লোককাহিনীনির্ভর ‘সয়ফুলমুলুক-বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে। দীর্ঘ ক্যারিয়ারে ৫৪টির বেশি সিনেমা পরিচালনা করেছেন আজিজুর রহমান। সেই তালিকায় আছে অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টার (১৯৮০) মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমা। তথ্যমন্ত্রীর শোক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পরিচালক আজিজুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।ড. হাছান বলেন, ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সয়ফুলমুলুক-বদিউজ্জামাল’ এর মতো ঐতিহ্যভিত্তিক চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আজিজুর রহমান অনেক যুগজয়ী সিনেমা পরিচালনা করেছেন। ‘ছুটির ঘণ্টা’সহ তার অর্ধশতাধিক সিনেমার জীবনধর্মী বক্তব্যের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন। বিজ্ঞপ্তি। 



Most Read

2024-09-20 11:44:26