Breaking News >> News >> Daily Nayadiganta


কী পরিকল্পনায় ছিল পাকিস্তান


Link [2022-03-14 20:08:01]



[৫ম পর্ব]প্রতিষ্ঠার মাত্র ১১ বছরের মাথায় এমন বিস্ময়কর পরিকল্পনাটি প্রথম প্রকাশ পায় ১৯৫৮ সালের ১৫ জুলাই, যা সামরিক শাসন জারির প্রায় মাস তিনেক আগের কথা। তুরস্কের আঙ্কারায় বাগদাদ চুক্তির রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে প্রেসিডেন্ট এস্কেন্দার মির্জা এবং প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইউব খান যোগ দেন তার একান্ত সহযোগী আলতাফ গওহরকে সাথে নিয়ে, যাকে অবসরকালীন কথোপকথনে ইরানের শাহানশাহ রেজা শাহ পাহলভি পূর্ব-পাকিস্তানের বিনিময়ে ভারতের কাছ থেকে কাশ্মির নেয়া ও ইরান-পাকিস্তান কনফেডারেশন করার পরিকল্পনা জানেন কি না জিজ্ঞাসা করার কথা তিনি তার ‘আইউব খান’ নামক বইয়ে ৫৯ পৃষ্ঠায় লিখেছেন। শ্রীলঙ্কার এক রাষ্ট্রদূতের কাছেও এই পরিকল্পনার কথা শুনেছেন বলে তখনকার পাকিস্তানের বাঙালি রাষ্ট্রদূত ফখরুদ্দিন আহাম্মদও লিখেছেন তার ‘Critical Times’ নামক বইয়ের ৩৯ পৃষ্ঠায়। এর অনুমিত কারণ, তাদের বিবেচনায়, হয়তো বা মুসলিম চেতনায় পূর্ব-পাকিস্তানের বিচ্যুতি ঘটেছে ভাষার ক্ষেত্রে।



Most Read

2024-09-20 14:53:40