Breaking News >> News >> Daily Nayadiganta


বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন


Link [2022-03-14 18:55:58]



শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া কোনো প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি সুশিক্ষা ছাড়া কখনো একটি সভ্য জাতি গড়ে উঠতে পারে না। কারো চেহারা দেখে যেমন তার রাগ, ক্ষোভ, দুঃখ, আনন্দ-বেদনা বোঝা যায়; তেমনি একটি দেশের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালেই অনুধাবন করা যায় সে দেশের শিক্ষার পরিবেশ। মেরুদণ্ড শক্ত হওয়ার প্রত্যাশায় আমরা সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠাই। বাস্তবে সেখানে গিয়ে তারা সম্মান, মনুষ্যত্ব ও জীবন পর্যন্ত হারাচ্ছে।



Most Read

2024-09-20 15:03:18