Breaking News >> News >> Daily Nayadiganta


র ঙ ধ নু


Link [2022-03-13 01:43:56]



ছোট্ট বন্ধুরা, বলতে পারো রঙধনু কখন দেখা যায়? গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দিনে। রঙধনুর অপর নাম কী? রামধনু। সূর্যরশ্মি জলকণার ওপর পড়লে কণাগুলো প্রিজমের কাজ করে। সাতটি রঙ মেঘলা দিনে ধনুকের মতো আকাশের গায়ে দেখা যায়। রঙধনু সব সময়ই সূর্যের বিপরীতে দেখা যায়। এতে সূর্যালোকের সাতটি রঙ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল রঙ দেখা যায়। রঙগুলো আলাদাভাবে দেখা যায়, তাই না? ধনুকের মতো দেখা যায়, তাই এর নাম রঙধনু। এবার ছবি দেখো।



Most Read

2024-09-20 14:45:10