Breaking News >> News >> Daily Nayadiganta


সব ‘রতন’ আমলাদের ভাণ্ডার কোথায়?


Link [2022-03-12 18:32:32]



মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একটি সনেটের প্রথম ছত্র ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন’। প্রাসঙ্গিক কারণেই সনেটের এই ছত্রটি মনে পড়ল। নির্বাচন কমিশন (ইসি) গঠনকে কেন্দ্র করেই সেটি মনে উদয় হয়েছে। কেননা, ক্ষমতাসীন দলের নির্বাচনী জোটে অন্যতম মিত্র একটি ছোট দল; পরপর দুই দফা নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটিতে তাদের পেশকৃত নামের তালিকা থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও একজন ব্যক্তি কমিশনার পদে অভিষিক্ত হন বলে পত্রিকার খবরের প্রকাশ। হুদা কমিশন ও আউয়াল কমিশনের দুই সিইসি এবং দুই কমিশনে একে একে দুই ব্যক্তি কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সার্চ কমিটিতে নাম পেশকারী দলটির ‘গঞ্জ’ কপালই বলতে হবে। জানি না, এটা কতটা কাকতালীয়। কিন্তু মনে একটা প্রশ্নের উদয় হয়েছে যে, ‘রতন আমলাদের’ নাড়ি-নক্ষত্র সব কিছু সেই দলের ‘ভাণ্ডারে’ জমা থাকল কিভাবে! তারা কি পাঁচ বছর ধরে ‘রতন’ আমলাদের অনুসন্ধান করতেই ব্যস্ত থাকেন, ইসি গঠন নিয়ে সার্চ কমিটিতে নাম পেশের জন্য? তাদের ভাণ্ডারে, আমলা-রূপ খনি, পূর্ণ কি তাদের মনিজাল? আমাদের আর একটা জিজ্ঞাসা, একটি ছোট দলের সন্ধানে যদি সব ‘রতন’ আমলাদের তালিকা মজুদ থাকতে পারে, তবে প্রবীণ আমলানির্ভর সার্চ কমিটির এত দৈন্য কেন?



Most Read

2024-09-20 14:57:42