Breaking News >> News >> Daily Nayadiganta


ইউক্রেনের হার লুকানোর প্রক্রিয়া শুরু?


Link [2022-03-12 18:32:32]



রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি শেষ? না, ঠিক শেষ নয় তবে বাইডেন-জেলেনস্কির হার লুকানো যায় কিভাবে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে; তা বলা যায়। কথাটা আরেকভাবে বললে, মূলত আমেরিকার বাইডেন আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেদের মধ্যে ব্যাপারটা নিশ্চিত করেছেন যে, এই যুদ্ধ তারা এখন শেষ করবেন। মানে কি তারা হার স্বীকার নেবেন? এটিই সবচেয়ে মুশকিলের কাজ। তাই যদিও এ কথাটা স্পষ্ট করে তারা উভয়ে স্বীকার করবেন না; মনে হচ্ছে এটিই তাদের সিদ্ধান্ত। কিন্তু তারা যুদ্ধে হেরে গেছেন এটি স্বীকার না করেও কিভাবে যুদ্ধটা শেষ করা যায় এটিই তারা এজেন্ডা নিয়েছেন ইতোমধ্যেই। আর তা বাস্তবায়ন করতে এক তৎপরতা তারা উভয়েই শুরু করে দিয়েছেন। আর সে তৎপরতার প্রথম এবং প্রধান প্রকাশ ঘটেছে এক সাক্ষাৎকারে। আমেরিকার স্থানীয় মানে অভ্যন্তরীণ দর্শকের (গ্লোবাল দর্শক নয়) কথা মাথায় রেখে প্রচারিত হয়, এমন এক টিভি প্রোগ্রামের নাম হলো এবিসি নিউজ। নিউ ইয়র্কের এবিসি নিউজ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক সাক্ষাৎকার প্রচার করেছে আমেরিকার গত ৭ মার্চ রাত আটটায়। এজেন্ডা-ঘটনার প্রকাশ্য পাবলিক অ্যাকটিভিটি শুরু হয়েছে এখান থেকে।



Most Read

2024-09-20 14:30:03