Breaking News >> News >> Daily Nayadiganta


সংবাদ সম্মেলনে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের ৯ দফা পেশ


Link [2022-03-08 22:07:39]



শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৯ দফা দাবি পূরণের লক্ষ্যে ও অতিমারী করোনায় বিপর্যস্ত শিক্ষাকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলন গতকাল মঙ্গলবার মাওলানা আকরম খাঁ হল, জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু, প্রধান সমন্বয়কারী স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ও সাধারণ সম্পাদক স্বাধীনতা শিক্ষক পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৯ দফা দাবি উপস্থাপন করেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন মাওলানা আবু নাঈম মো: মোস্তাফিজুর রহমান।৯ দফার মধ্যে রয়েছে মুজিববর্ষে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন একটি সার্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আসন্ন ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মাদ্রাসার ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান করতে হবে। ইবতেদায়ী সহকারী শিক্ষকদের বেতন কোর্ড ১৬ এর পরিবর্তে ১৩ কোর্ডে প্রদান করতে হবে।এসব দাবি পূরণের লক্ষ্যে মার্চের ৩০ তারিখ ঢাকায় স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-20 14:56:02