Breaking News >> News >> Daily Nayadiganta


বগুড়ার ক্যাম্প কাজে লেগেছে : সুমন


Link [2022-03-08 00:31:41]



দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়েছে বগুড়ায়। যে উদ্দেশে ছায়া দলের ক্যাম্পের জন্য বগুড়াকে বেছে নেয়া হয়েছিল, তা পুরোপুরি সফল হয়েছে বলে দাবি করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। ক্যাম্পের শেষ দিনে বাশার জানালেন, ‘যেহেতু সামনে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর, সেই সফরে কেমন কন্ডিশন মোকাবেলা করতে হতে পারে সেটা মাথায় রেখে এখানে ক্যাম্প করা হয়েছিল। বগুড়ার উইকেট বেশ ভালো, সিমিং ফ্রেন্ডলি উইকেট। এখানে পেস ও বাউন্স থাকে। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশন তৈরি করা তো সম্ভব নয়। তবে কিউরেটরকে নির্দেশনা দেয়া হয়েছিল যতদূর সম্ভব কাছাকাছি কন্ডিশন তৈরি করার। সেটা তারা করতে পেরেছেন।’ছায়া দলের ক্যাম্প নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বাশার। তিনি যোগ করেন, ‘খেলোয়াড় ও অফিসিয়াল এখানে যারা আছেন সবার সাথে কথা বলেছি। বিশেষ করে কোচরা খুবই খুশি। তারা সবাই বলেছেন খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। খেলোয়াড়রাও খুব ভালো অনুশীলন করতে পেরেছেন। মনে হয় বগুড়ায় আসাটা পুরোপুরি সফল হয়েছে।’



Most Read

2024-09-20 16:40:52