Breaking News >> News >> Daily Nayadiganta


জালিয়াতির অভিযোগে জায়েদ খানের শপথ বাতিল


Link [2022-03-08 00:31:41]



চিত্রনায়ক জায়েদ খানের শপথ বাতিল ঘোষণা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার দাবি, জায়েদ কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। ফলে তার শপথ বাতিল করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করে জায়েদ খানের শপথ অবৈধ ঘোষণা করেন সমিতির নবনির্বাচিত এই সভাপতি। এ সময় চিত্রনায়ক সাইমন তার পাশে ছিলেন। তিনি বলেন, কোর্টের ভুয়া কাগজ দেখিয়ে শপথ গ্রহণ করে জায়েদ খান শিল্পী সমিতির সাথে, সভাপতির সাথে প্রতারণা করেছে। একই সাথে মিডিয়ার সাথেও প্রতারণা করেছে। তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।এর আগে গত শুক্রবার হাইকোর্টের আদেশের একটি কাগজ দেখিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খান। তাকে শপথ পড়িয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় সাংবাদিকদের সামনেও কোর্টের ওই কাগজটি হাত উঁচিয়ে দেখান জায়েদ খান।ইলিয়াস কাঞ্চন জানান, আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাইমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাইমনকে এ দায়িত্ব দেয়া হবে।গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। ভোটারদের রায় মেনে নেননি নিপুণ। আপিল করেন আপিল বোর্ড। পাশাপাশি জায়েদ খানের নামে বিভিন্ন অভিযোগ করেন। তার মধ্যে অন্যতম, নোট দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান।অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খানের সাধারণ সম্পাদকের প্রার্থিতা প্রত্যাহার করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। এরপর শপথ নেন নিপুণ। আদালতের দ্বারস্থ হন জায়েদ খান।



Most Read

2024-11-10 15:52:16