Breaking News >> News >> Daily Nayadiganta


কারণ দর্শানো ছাড়া শাস্তি প্রদানের ব্যাপ্তি


Link [2022-03-07 17:43:42]



সম্প্রতি দুর্নীতি দমন কমিশন, প্রতিষ্ঠানটিতে কর্মরত এক উপসহকারী পরিচালককে কারণ দর্শানো ছাড়াই নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ করায় কমিশনে কর্মরত তার বিভিন্ন পর্যায়ের সহকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ পরিলক্ষিত হয়। এর পরিপ্রেক্ষিতে কমিশনের প্রধান কার্যালয়সহ বেশ কিছু বিভাগীয় ও জেলা শহরের কার্যালয়ের সহকর্মীরা মানববন্ধনের মাধ্যমে তাদের ক্ষোভ ও অসন্তোষের বিষয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রয়াস নেন। সহকর্মীরা দাবি করেন, অপসারণের আদেশপ্রাপ্ত কর্মকর্তা কিছু প্রভাবশালীর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর ও শক্ত অবস্থান গ্রহণ করায় তার বিরুদ্ধে অন্যায়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী উপসহকারী পরিচালকও সংবাদমাধ্যমে তার প্রদত্ত বক্তব্যে অনুরূপ দাবি করেন। তাদের অভিমত, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দুর্নীতিমূলক কার্য প্রতিরোধে দুর্নীতি এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান এবং তদন্ত পরিচালনার জন্য ২০০৪ সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয় তা ব্যাহত হবে।



Most Read

2024-09-20 16:21:59