Breaking News >> News >> Daily Nayadiganta


বাবা-মার প্রতি উদাসীনতা


Link [2022-03-07 17:43:42]



সাম্প্রতিক সময়ে বৃদ্ধ বাবা-মার প্রতি ছেলে-মেয়েদের নিষ্ঠুর আচরণ বেড়েই চলেছে। কী সচ্ছল, কী গরিব, কী সামর্থ্যবান কী বিত্তহীন, সব ধরনের পরিবারেই বয়স্ক বাবা-মা এখন অবহেলার শিকার হচ্ছেন। কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। বাবা-মা নিজেদের যৌবনকালে সন্তানদের মানসিক ও বৈষয়িকভাবে সক্ষম করে গড়ে তুলতে কী করেন না! সেই তারাই বার্ধক্যে এসে পরিবারের কাছে হয়ে পড়ছেন অপাঙ্ক্তেয়। এসব আমাদের দেখতে হচ্ছে অসহায়ভাবে; যার কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ দেয়া সত্যিই দুরূহ। তবে সমাজবিজ্ঞানীরা তত্ত্বীয় ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন নিশ্চয়। আমরা যারা সাধারণ মানুষ যাদের কাঠামোগত জ্ঞান নেই; তারা খাবি খাচ্ছি প্রতি পদে, প্রতিক্ষণে, প্রতি কদমে।



Most Read

2024-09-20 16:21:49