Breaking News >> News >> Daily Nayadiganta


ইউক্রেন : মিডিয়া ও দু’নেতা


Link [2022-03-07 17:43:42]



এখনকার পৃথিবীতে সবচেয়ে বড় সঙ্কট ইউক্রেন ইস্যু। অন্তত মিডিয়ার প্রচারণায় তাই মনে হচ্ছে। ইউক্রেনে দ্বন্দ্ব মূলত দু’টি বৃহৎশক্তির। ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়’। তেমনি আমাদের বাংলাদেশের মতো আয়তনে ছোট রাষ্ট্রও অন্তত এ কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হবে বলে শঙ্কা দেখা দিয়েছে। তবুও এ দেশের মিডিয়ারও আগ্রহ ও উৎসাহের অবধি নেই ইউক্রেন সমস্যা তুলে ধরার বিষয়ে। অবশ্য মিডিয়ার আনুকূল্য প্রধানত পাশ্চাত্যের সাথে এবং রাশিয়ার বিপক্ষে। তবুও একগুঁয়ে রুশ রাষ্ট্রপতি (তিনি সে দেশে কার্যত প্রায় সব কিছুর ‘পতি’) ভøাদিমির পুতিনের ‘কুছ পরোয়া নেহি’।



Most Read

2024-09-20 16:17:27