Breaking News >> News >> Daily Nayadiganta


২০২৫ সালে বাংলাদেশ ৬০০ কোটি ডলার ওষুধ রফতানি করবে


Link [2022-03-06 21:45:12]



বাংলাদেশ কম মূল্যে বিশ্বমানের ওষুধ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ওষুধ রফতানি বাড়ছে। বাংলদেশ ওষুধ শিল্পে আধুনিক যন্ত্রপাতি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করেছে। দেশের প্রায় শতভাগ ওষুধ বাংলাদেশে তৈরি হচ্ছে। আগামী ২০২৫ সাল বাংলাদেশ প্রায় ৬ বিলিয়ন (৬০০ কোটি ডলার) মার্কিন ডলার মূল্যের মেডিক্যাল পণ্য রফতানি প্রত্যাশা করছে।ইথিওপিয়ায় সফররত বাণিজী টিপু মুন্সি গত শনিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ইথিও হেলথ-২০২২ এবং ফার্মাসিটিক্যাল বিনিয়োগ ফোরাম আয়োজিত বাণিজ্যমেলায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।



Most Read

2024-09-20 16:19:28