Breaking News >> News >> Daily Nayadiganta


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস


Link [2022-03-06 18:08:17]



সামনে রোজা। স্বস্তির খবর নেই কোনো বাজারেই। চাল-তেল থেকে মাছ-সবজি সব বাজারেই কারসাজি। নোংরা চাতুরি। রমজানে ভোজ্যতেল, ছোলা, চিনি, মসলাসহ অনেক পণ্যের চাহিদা বেড়ে যায়। ফলে এক দিকে মুক্তবাজার অর্থনীতির তকমা, আরেক দিকে সরকার মাঝে মধ্যে চাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ঠিক করে দেয়। এতে বাজারে উল্টো বিরূপ প্রতিক্রিয়া পড়ে। দাম আরো বাড়ে। বাংলাদেশে একবার কোনো পণ্যের দাম বাড়লে তা আর কমে না। কমতে চায় না। সোজা করে বললে, কমতে দেয়া হয় না। উপরন্তু আন্তর্জাতিক বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে উল্লেখ করে কারসাজিকে ন্যায্যতা দেয়া হয়। এক দিকে সরকার, বাজার অর্থনীতির কথা বলে আবার অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দামে কারসাজি বা সুযোগ নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়, যা জাতির সাথে রীতিমতো মশকরা।



Most Read

2024-09-20 16:48:09