Breaking News >> News >> Daily Nayadiganta


মোদির মুসলিমবিরোধী লড়াই


Link [2022-03-06 18:08:17]



ভারতের খ্যাতিমান কলামিস্ট শশী থারুর বাংলাদেশের ইংরেজি দৈনিক ‘দি ডেইলি স্টার’ পত্রিকায় একটি কলাম লিখেছেন, যার নাম “গড়ফর’ং অহঃর-গঁংষরস ঔরযধফ” অর্থাৎ ‘মোদির মুসলিমবিরোধী জিহাদ’। এই কলামে তিনি মোদির মুসলিমবিরোধী বিভিন্ন পদক্ষেপের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছেন। এতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের মুসলমানদের নিধনের লড়াইয়ে নেমেছেন। গুজরাটে ২০০১ সালে দাঙ্গা বাধিয়ে হাজারো মুসলমান হত্যায় সহযোগিতা করে এর তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের হিন্দুত্ববাদের প্রাণভ্রমর হিসেবে আত্মপ্রকাশ করেন। ফলে তিনি হিন্দু জাতীয়তাবাদকে পুঁজি করে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হন। এরপর থেকে তিনি মুসলিম জনগোষ্ঠীকে জাতীয়ভাবে নির্যাতনের শিকারে পরিণত করেন। ফলে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের বিপুল সমর্থন অর্জন করে ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতার মসনদে আরোহণ করেন। এমতাবস্থায় তার ও তার রাজনৈতিক দল বিজেপি এবং সন্ত্রাসী দল ‘আরএসএস’ ভারতজুড়ে দ্বিগুণ উৎসাহে মুসলমানদের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে, যার সর্বশেষ সংস্করণ হলো হিন্দু উগ্রবাদী নেতাদের মুসলমানগণকে গণহত্যার আহ্বান জানানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলমান ছাত্রীদের ধর্মীয় সাংস্কৃতিক পোশাক হিজাবকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা।



Most Read

2024-09-20 16:40:12