Breaking News >> News >> Daily Nayadiganta


প্লাস্টিক দূষণের ভয়াবহতা


Link [2022-03-06 18:08:17]



পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেললেও প্লাস্টিক আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। খাবার থেকে শুরু করে ওষুধ, প্রসাধনী, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সব ক্ষেত্রেই প্লাস্টিক মানব সভ্যতার চলমান ধারায় জায়গা করে নিয়েছে। পচনশীল এবং পরিবেশবান্ধব পাটকে টপকিয়ে প্লাস্টিকের সয়লাব সর্বত্র দৃশ্যমান। ১৯৫০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বে উৎপাদিত প্লাস্টিকের পরিমাণ ছিল ৬.৩ বিলিয়ন টন। এর মধ্যে ৯ শতাংশ পুনর্ব্যবহৃত হয়েছে। ১২ শতাংশকে পোড়ানো সম্ভব হয়েছে। বাকি সব সমুদ্রে, নদীতে, পুকুরে, খালে, ডোবায়-নালায় ও আবাদি জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনারেটর অল্টারনেটিভস-জিএআইএ’র ভাষ্যমতে, বিশ্বব্যাপী সমুদ্রে প্রতি বছর প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য পতিত হচ্ছে। ফলে সমুদ্রের জলজ প্রাণীগুলো খুব সহজেই হারিয়ে যাচ্ছে। সমুদ্রের পরিচিত প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হচ্ছে। ঘরের পাশে খাল, বিল, পুকুর ও নদী প্লাস্টিক বর্জ্যে মৃতপ্রায়। কয়েক বছর আগে বুড়িগঙ্গা খুঁড়তে গিয়ে দেখা গিয়েছিল প্লাস্টিকের সর্বনাশা রূপ। এ কথা নিশ্চয় কেউ ভুলে যাননি।



Most Read

2024-09-20 16:31:13