Breaking News >> News >> Daily Nayadiganta


চট্টগ্রাম কাস্টম হাউসের ৭ কর্মকর্তা-কর্মচারীসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা


Link [2022-03-06 01:21:20]



চট্টগ্রাম কাস্টম হাউসের সাত কর্মকর্তা-কর্মচারীসহ ২২ জনের বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শনিবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাগুলো দায়ের করা হয়। মামলায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য খালাস ও ৭২ কোটি ৮২ লাখ ৯১ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত ১ এর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা দুটি করেন।প্রথম মামলায় আসামিরা হলেন- সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স চাকলাদার সার্ভিসের মো: হাবিবুর রহমান অপু, গ্রাহক মো. আবদুল গোফরান, হামীম গ্রুপের কম্পিউটার অপারেটর মো: জহুরুল ইসলাম, গ্রাহক আবুল কালাম, মেসার্স জারার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, কাস্টম হাউজের প্রাক্তন রাজস্ব কর্মকর্তা হাবিবুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা সুলতান আহম্মদ, প্রাক্তন সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন্নাহার জনি, কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ, উচ্চমান সহকারী আবদুল্লাহ আল মাছুম, অফিস সহায়ক সিরাজুল ইসলাম। তাদের বিরুদ্ধে ৫৬ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।



Most Read

2024-09-20 16:31:06