Breaking News >> News >> Daily Nayadiganta


বিশেষ মহলের কারণে বাঁধাগ্রস্ত হচ্ছে টেলিটকের আউট সোর্সিংয়ের কাজ


Link [2022-03-05 21:44:09]



এক কোটি ৪২ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে টেলিটকের আউট সোর্সিংয়ের কাজ পেয়েছে আল-আরাফাত সার্ভিসেস প্রা: লিমিটেড। এর অধীনে টেলিটকে দুই বছরমেয়াদি আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল সরবরাহ করবে তারা। যে কাজে বছরে নিট মুনাফা হিসেবে সরকারের ফান্ডে যাবে প্রায় ৭০ লাখ টাকা। অথচ একটি মহলের অপতৎপরতায় সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের এমডি বেলায়েত হোসেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগে তিনি বলেন, তাদের এ কোম্পানিটি টেলিটকের নিয়ম যথাযথ মেনেই দুই বছরের জন্য কাজ সম্পন্ন করবে। কিন্তু বিশেষ একটি মহল মিথ্যা তথ্য দিয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর কারণে তাদের গতিময় কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার ফসল উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে ২০০৮ সাল থেকে আউট সোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করা হয়েছে প্রকারান্তরে সেই উন্নয়ন কর্মকাণ্ড একটি মহলের অপতৎপরতায় বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।



Most Read

2024-09-20 16:30:42