Breaking News >> News >> Daily Nayadiganta


৫ দফা দাবিতে ২৮ মার্চ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ


Link [2022-03-05 21:44:09]



বেতনবৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের কোন দৃশ্যমান পদক্ষেপ না নিলে ১৪ লাখ গণকর্মচারীদের পক্ষে আগামী ২৮ মার্চ বেলা ১১টায় ঢাকাসহ সারা দেশের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচার মেলা মিলনায়তন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বৈষম্য নিরসনে ১০ ধাপে বেতন নির্ধারণ, নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তনের দাবি আদায়ে কঠোর আন্দোলন করা হবে। সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে সারা দেশের জেলা প্রতিনিধিসহ ঢাকা মহানগরীর বিভিন্ন দফতর অধিদফতরের দুই সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সজ্জিত একটি শোভাযাত্রা সকাল সাড়ে ১০টায় তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব হয়ে সেগুনবাগিচার কচিকাঁচার মেলা মিলনায়তনে সমবেত হয়। সমাবেশে সৈয়দ সারোয়ার হোসেনকে সভাপতি ও নোমানুজ্জামান আল আজাদকে মহাসচিব করে ১৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, মো: জসিম উদ্দিন, সহসভাপতি এম এ আউয়াল, এনামুল হক মজুমদার, আবদুল হালিম, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মো: মানিক মিয়া, মো: রফিকুল আলম, মো: মানিক মৃধা, মো: কামরুল ইসলাম, আনিছুর রহমান, তাজুল ইসলাম খান, আবদুল বাছেত, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, কুতুব উদ্দীন সেলিম, রোকনুজ্জামান, বেলাল হোসেন প্রমুখ।



Most Read

2024-09-20 16:37:01