Breaking News >> News >> Daily Nayadiganta


গাজীপুরে স্পিনিং কারখানার গুদামে আগুন


Link [2022-02-26 21:19:45]



গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে শ্রীপুর পৌরসভার বকুলতলা (বেপারিবাড়ী) এলাকার আউটপেস স্পিনিং কারখানার তুলার গুদামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত সোয় ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। কারখানার মানবসম্পদ বিভাগের সিনিয়র কর্মকর্তা কবির হোসেন জানান, কিছু দিন আগে কারখানার সুতা উৎপাদনের কাঁচামাল সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করে তাতে তুলা রাখা ছিল। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই গুদামে হঠাৎ আগুন লাগে। সাথে সাথে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হলেও মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গুদামের পুরো তুলাতেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মাওনা স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন চৌধুরী রায়হান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর, ভালুকা ও জয়দেবপুর স্টেশনের পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



Most Read

2024-09-20 16:35:32