Breaking News >> News >> Daily Nayadiganta


এক কাপ চা, একটি বই এবং এক প্রজন্ম ভালোবাসা


Link [2022-02-26 21:19:45]



মেলা মানেই ক্রেতা-বিক্রেতার সম্মিলনে পণ্য আদান-প্রদান। মেলাকে ঘিরে তৈরি হয় উৎসব। আনন্দে মেতে ওঠে সর্বস্তরের মানুষ। কিন্তু সাধারণ মেলা ও উৎসবের এই ধারণা পেছনে ফেলে এবার ভিন্নধর্মী একটি উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ এবং ওই হলের সাহিত্য সংসদ, যেখানে নেই কোনো নির্দিষ্ট সংখ্যক স্টল বা দোকান, বিক্রেতা কিংবা ক্রেতা। সবাই আসছে একটি করে বই দিচ্ছে এবং এক কাপ চা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে যাচ্ছে। উৎসবের নাম দেয়া হয়েছে ‘এক কাপ চা, একটি বই এবং এক প্রজন্ম ভালোবাসা : বই উৎসব-২০২২’। উৎসব শুধু এফ রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত করে দেয়া হয়েছে সব হলের শিক্ষার্থীদের জন্য। এক কাপ চা, একটি বই এবং এক প্রজন্ম ভালোবাসা- স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার স্যার এ এফ রহমান হলের অভ্যন্তরীণ প্রাঙ্গণে সারা দিনব্যপী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে দেখা গেছে, যে কেউ একটি বা সাধ্যমতো একাধিক বই স্বেচ্ছায় দিচ্ছে। বইয়ে দাতাগণ তাদের নাম, বিভাগ ও সেশনসহ ব্যক্তিগত পরিচয় লিখে বইগুলোর পরবর্তী পাঠকের উদ্দেশ্যে একটি করে মেসেজ লিখে যাচ্ছে। আর উৎসবে যেই যাচ্ছে তাকে আপ্যায়নস্বরূপ এক কাপ চা খাওয়ানো হচ্ছে। আয়োজনের সাথে যুক্ত হয়েছে একদল শিল্পী, যারা লোকগান গেয়ে বই উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলছেন। উৎসবে প্রদানকৃত বইগুলো স্যার এফ রহমান হল সাহিত্য সংসদের লাইব্রেরিতে সংরক্ষণ করা হবে এবং হলের যেকোনো শিক্ষার্থী সেগুলো পড়তে পারবেন।উৎসবে বই প্রদানকালে ওই হলের শিক্ষার্থী শিপন মাহমুদ বলেন, আমি এখানে চারটি বই দিলাম। এ রকম একটি আয়োজনে অংশ নিতে পেরে অনেক আনন্দিত এবং নিজেকে অনেক গর্বিত মনে করছি। আমার মনে হয় এর মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে একটি শুভ বার্তা পৌঁছে দিতে পারব।ব্যতিক্রমধর্মী এ বই উৎসবের ব্যাপারে এফ রহমান হল সাহিত্য সংসদের সভাপতি নাসিম হাসান বলেন, এক কাপ চা, একটি বই এবং এক প্রজন্ম ভালোবাসা এই স্লোগান সামনে রেখে, হল পর্যায়ে এক ঝাঁক উদ্যমী পাঠক তৈরি করার জন্য এবং বই পড়ার প্রতি ছাত্রসমাজের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যেই মূলত আমাদের এই বই উৎসবের আয়োজন। এ উৎসবে সবাইকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি। আশা করা যায় আমাদের এই উৎসব প্রতি বছর পালন করার মাধ্যমে আমরা ছাত্রদের মধ্যে বই পড়ার আগ্রহ পূর্ণ মাত্রায় সৃষ্টি করতে পারব।স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উৎসবের প্রধান উদ্যোক্তা মোনেম শাহরিয়ার মুন বলেন, আমাদের হল সাহিত্য সংসদে ১৩০০ বই আগে থেকে আছে। আমরা চিন্তা করেছি সাহিত্য সংসদে আরো দুই থেকে আড়াই হাজার বই তুলে দেবো। এ জন্যই মূলত আমাদের এ আয়োজন। তবে এ উৎসবের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, এখানে যিনি বই দিচ্ছেন, বইয়ে তার পরিচয় লেখা থাকবে। এই ব্যক্তিগত পরিচয় এবং তথ্য অনুসারে তাদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের পাঠকরা যোগাযোগ করে যেন একটি ভালোবাসার সুসম্পর্কে আবদ্ধ হতে পারে।তিনি আরো বলেন, আমরা চাই এই আয়োজন শুধু ২০২২ সালেই সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে তারাও ধারাবাহিকতা বজায় রাখুক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোর প্রতিও আমার আহ্বান থাকবে, তারাও যেন এ ধরনের আয়োজন করে।



Most Read

2024-09-20 16:42:47