Breaking News >> News >> Daily Nayadiganta


গাজীপুরে ফুলকুঁড়ি আসরের ন্যাশনাল ক্যাম্পের উদ্বোধন


Link [2022-02-20 00:31:28]



গাজীপুরে ফুলকুঁড়ি আসরের ২৬তম ন্যাশনাল ক্যাম্প শুরু হয়েছে। শনিবার গাজীপুর রোভার স্কাউট ট্রেনিং ক্যাম্পস্থলে চার দিনব্যাপী এ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়। বিভিন্ন জেলা থেকে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত সংগঠকরা এতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মো: আবরারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি প্রফেসর এম এ বারী। আসরের সাবেক প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান এতে উপস্থিত ছিলেন। ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে ফুলকুঁড়ি আসর এবার ২৬তম ন্যাশনাল ক্যাম্পের রেজিমেন্টের নামকরণ করেছে ১৯৫২ সালে ভাষার জন্য জীবন দেয়া সালাম, বরকত, জব্বার, শফিকসহ ছয়জন ভাষাশহীদের নামে। এই ক্যাম্পে ব্যক্তিগত মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিযোগিতা, সংসদীয় বিতর্ক, ফুলকুঁড়ি গেম ও আনুষ্ঠানিক কুচকাওয়াজসহ ২০টিরও অধিক বিষয় নিয়ে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া প্রায় ২০০ জন শিক্ষার্থী এই ন্যাশনাল ক্যাম্পে অংশগ্রহণ করেছে।



Most Read

2024-09-20 16:30:05