Breaking News >> News >> Daily Nayadiganta


মাতৃভাষায় সাহিত্য-সংস্কৃতি চর্চাকে আরো সমৃদ্ধ করতে হবে : বিচারপতি রউফ


Link [2022-02-19 16:07:29]



সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, মাতৃভাষায় সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরো সমৃদ্ধ করতে হবে। আমাদের বাংলাভাষার ইতিহাস পর্যালোচনা করলে এর বিবর্তনের এক সমৃদ্ধ ধারা আমরা দেখতে পাই। প্রাচীন নির্দশন চর্যাপদ, মহাকবি আলাওলের পদ্মাবতী থেকে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, বিষের বাঁশী আর বর্তমানে যারা গান কবিতা গল্প-উপন্যাস লিখছেন, তাদের সবার রচনায় আমাদের ভাষা ও সাহিত্য সমৃদ্ধ হচ্ছে।



Most Read

2024-09-20 18:24:23