Breaking News >> News >> Daily Nayadiganta


বিরোধী দলের সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা শুরু


Link [2022-02-19 00:55:42]



আগামীতে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে। কয়েক মাস ধরে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হলেও গত শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এ দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসভবনে আলোচনা করতে আসেন। ৬টা ২৫ মিনিটে খন্দকার মোশাররফ হোসেন বাসার নিচতলায় বসার ঘরে এসে তাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করেন। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈঠকটি অনানুষ্ঠানিক এবং এটি কোনো রাজনৈতিক বৈঠক নয়। রাত সাড়ে ৮টার দিকে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, কোনো রাজনৈতিক বৈঠক ছিল না। খন্দকার মোশাররফ হোসেন স্যার চায়ের নিমন্ত্রণ দিয়েছিলেন। সে জন্য গিয়েছিলাম। এর বেশি কিছু বলতে রাজি হননি মাহমুদুর রহমান মান্না।জানা গেছে, জোটের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে অন্তত পাঁচ দিন সময় পার হয়েছে।নাগরিক ঐক্য সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এককভাবে মাহমুদুর রহমান মান্নার সাথে আলোচনা করতে চেয়েছেন। এ কারণে মান্না একাই এসেছেন কথা বলতে।উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড।



Most Read

2024-09-20 18:29:04