Breaking News >> News >> Daily Nayadiganta


শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা


Link [2022-02-17 22:31:51]



গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে স্থানীয় ব্যবসায়ীসহ দুর্বৃত্তরা। এতে শ্রীপুর ভূমি অফিসের চার কর্মচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আটক একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া নাঈম সরকার (২২) বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ আল বাকীর ছেলে। আহতরা হলো- শ্রীপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন।শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, গাজীপুর জেলা পাট অধিদফতরের পরিদর্শক ফাইজুল্লাহকে নিয়ে বরমী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ওই বাজারের পল্টন মোড়ে গাড়ি থেকে নামার পরই জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক ব্যবসায়ী জামান ভূইয়া, আব্দুস সালাম এবং চাল ব্যবসায়ী ওয়াহিদের নেতৃত্বে ব্যবসায়ী ও কর্মচারীদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। এতে ভূমি অফিসের চারজন কর্মচারী আহত হন। এ সময় পুলিশ নাঈম সরকারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আজ শুক্রবার নাঈমকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Most Read

2024-09-20 18:45:54