Breaking News >> News >> Daily Nayadiganta


সৌদির সাথে সংলাপ চলবে : এরদোগান


Link [2022-02-17 22:31:51]



সৌদি আরবের সাথে তুরস্কের সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে আঙ্কারা। আমিরাত সফর শেষে গত বুধবার দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলেন এরদোগান। তিনি বলেন, সৌদি আরবের সাথে আমাদের ইতিবাচক আলোচনা চলবে। আগামী দিনগুলোতে দৃশ্যমান পদক্ষেপের মধ্য দিয়ে এটি চালু রাখার আশা করছি। সংলাপ এগিয়ে নেয়ার পক্ষে আমরা। সৌদিকেও এ বিষয়ে একমত থাকতে হবে।’গত জানুয়ারিতে এরদোগান বলেছিলেন যে, ফেব্রুয়ারিতে তিনি সৌদি সফর করবেন। কখন সেই সফর হচ্ছে এ বিষয়ে দু’দেশের কোনো দেশই এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। এরই মধ্যে আমিরাত সফর করে এলেন এরদোগান। সৌদির সংবাদমাধ্যমের তথ্যমতে, সবশেষ ২০২১ সালের মার্চে এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথে যোগাযোগ হয়েছিল। তখন এক ফোনালাপে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কথা বলেছিলেন। ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর দু’দেশের সম্পর্কে অবনতি ঘটে। এর পর তুরস্ক সম্পর্কোন্নয়নের প্রয়াস চালায়। গত মাসে এক সাক্ষাৎকারে এরদোগান নাম উল্লেখ না করে বলেছিলেন যে, তিনি (সৌদি বাদশাহ) আমাকে আমন্ত্রণ করেছেন। আমি ফেব্রুয়ারিতে সৌদি যেতে পারি।



Most Read

2024-09-20 18:52:58