Breaking News >> News >> Daily Nayadiganta


হিজাবের প্রাসঙ্গিকতা


Link [2022-02-17 18:57:01]



আজকের পৃথিবীতে হিজাব কোনো বিশেষ পোশাক বোঝায় না। পর্দাপ্রথা নানা ধরন, নানা সীমানায় আবদ্ধ। কুরআনে এর মূলনীতি বর্ণিত। আল্লাহ নারীদের নির্দেশ করছেন মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক আবৃত করতে। বাংলাদেশে এ ধরনের চর্চা শুধু বয়স্কদের মধ্যে দেখা যেত। তারা বোরকা পরতেন, আর অল্প বয়স্করা সালোয়ার কামিজ বা শাড়ি পরত, কাউকে মাথায় স্কার্ফ অথবা হিজাব পরতে দেখা যেত না। গত দুই দশকে মেয়েদের হিজাব পরিধানের প্রবণতা অধিকহারে লক্ষ করা যায়। বেশির ভাগ ইসলামী চিন্তাবিদ পর্দাপ্রথাকে অবশ্য পালনীয় বলে মনে করেন। তবে পোশাকের সীমা ভিন্ন আঙ্গিকে নারী ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। আবার এ-ও সত্য যে, হিজাব বা পর্দা ইসলামের কোনো বুনিয়াদি স্তম্ভ নয়।



Most Read

2024-09-20 18:49:43