Breaking News >> News >> Daily Nayadiganta


হিমালয়ের সাধুর কথায় চলেছেন ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জের প্রধান!


Link [2022-02-14 06:55:12]



ভারতে নরেন্দ্র মোদির জামানায় অর্থনীতিও নিয়ন্ত্রণ করছেন সাধুরা! এক সাধুর কথা শুনে নাকি তিনি চলেছেন। ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জের (এনএসই) সাবেক এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণের বিরুদ্ধে অনিয়মের মামলায় ওঠে এলো এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এই মামলায় ১৯০ পাতার রিপোর্ট প্রকাশ করেছে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (এসইবিই)। তাতেই জানা গেছে যে উচ্চপদস্থ কর্মকর্তার নিয়োগ, পদোন্নতি- সবটাই হিমালয়ের এক সাধুর কথা মেনে করেছিলেন চিত্রা। ইতিমধ্যে অনিয়মের অভিযোগে চিত্রাকে তিন কোটি রুপি জরিমানা করা হয়েছে। অপর সাবেক কর্ণধার রবি নারাইন ও সুব্রহ্মণ্যনকে দুই কোটি জরিমানা করেছে সেবি। ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত এনএসই-র এমডি-সিইও ছিলেন চিত্রা। তার আমলে এক্সচেঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছিল। এর পরেই তার বিরুদ্ধে তদন্তে নামে নিয়ন্ত্রকটি। সম্প্রতি তারই রায়ে সেবি জানিয়েছে, গত ২০ বছর ধরেই ব্যক্তিগত এবং কাজের বিভিন্ন বিষয়ে হিমালয়ের ওই সাধুর পরামর্শ নেন তিনি, যাকে ডাকেন ‘শিরোমণি’ নামে।



Most Read

2024-09-20 18:29:40