Breaking News >> News >> Daily Nayadiganta


ভবিষ্যতের নির্বাচন আরো সুষ্ঠু হওয়ার আশা রাষ্ট্রপতির


Link [2022-02-13 21:43:15]



ভবিষ্যতের সব নির্বাচন ‘আরো সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে’ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো: রফিকুল ইসলাম ও কবিতা খানম গতকাল সন্ধ্যায় বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আশার কথা বলেন। বিডি নিউজ।রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বলেন, সাক্ষাৎকালে নির্বাচনী কার্যক্রমসহ কমিশনের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।প্রধান নির্বাচন কমিশনার এ সময় গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ ও জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১ এর বাংলা পাঠ রাষ্ট্রপতিকে হস্তান্তর করেন। রাষ্ট্রপতিকে দেয়া হয় ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা সংবলিত জাতীয় পরিচয়পত্র।প্রেস সচিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন যে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, সে কথা রাষ্ট্রপতি বলেছেন। তিনি বলেছেন, নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য। তাই নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ, রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা নিয়ে এ কাজটি সম্পন্ন করতে হবে।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান এবং নির্বাচন কমিশনের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।



Most Read

2024-09-20 20:44:02